ফিরেই পিএসএলে ‘উদারতার’ রেকর্ড গড়লেন আফ্রিদি

আপডেট: February 4, 2022 |
print news

করোনার কারণে ক্যারিয়ারের শেষ পাকিস্তান সুপার লিগের (পিএসএল) শুরুতে খেলতে পারেননি। তবে সুস্থ হয়ে বৃহস্পতিবার চলতি আসরে প্রথমবার মাঠে নামেন শহীদ আফ্রিদি। তবে ইসলামাবাদ ইউনাইটেডের বিপক্ষে এমন এক রেকর্ড গড়লেন, যে রেকর্ডটা তিনি ভুলেই যেতে চাইবেন।

বৃহস্পতিবার ইসলামাবাদের বিপক্ষে উদারহস্তে রান বিলিয়েছেন কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের হয়ে খেলতে নাম আফ্রিদি। তাতেই তার দখলে চলে গেছে পিএসএলের সবচেয়ে খরুচে বোলিংয়ের রেকর্ডটা।

টস জিতে ফিল্ডিংয়ে নামা কোয়েটা গ্ল্যাডিয়েটর্সের বোলিংটা শুরু থেকেই বৃহস্পতিবার ভাল হয়নি। যার প্রভাব পড়ে আফ্রিদির উপর।

এ স্পিনার ৪ ওভার বল করে রান দেন ৬৭। সব মিলিয়ে তার বলে ছক্কা হয়েছে আটটি, সঙ্গে বাউন্ডারিও হয়েছে একটি। বেধড়ক পিটুনির সিংহভাগ যার কাছে হজম করেছেন, সেই আজম খানকে আউট করেছেন নিজের শেষ ওভারে। তবে ততক্ষণে লজ্জার রেকর্ডটা গড়া হয়ে গেছে আফ্রিদির।

বৃহস্পতিবারের এই ম্যাচের আগ পর্যন্ত পিএসএলে এক ইনিংসে সবচেয়ে বেশি রান দেওয়ার কীর্তি ছিল ইসলামাবাদ ইউনাইটেডের হয়ে ৬৫ রান দেওয়া জাফর গোহারের দখলে। বিস্মরণযোগ্য এই রেকর্ড সেই ইসলামাবাদের বিপক্ষেই নিজের করে নিলেন আফ্রিদি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর