মেক্সিকোতে দুদল সন্ত্রাসীদের সংঘর্ষে নিহত ১৬
আপডেট: February 6, 2022
|

মেক্সিকোর জাকাতিকাস রাজ্যে দুই দল সন্ত্রাসীদের সংঘর্ষে অন্তত ১৬ জন নিহত হয়েছে।
শনিবার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ বাধলে এ হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
জাকাতিকাস রাজ্যের প্রসিকিউটর ফ্রান্সিসকো মুরিলো জানিয়েছেন, ফ্রেসনিলো পৌরসভার রাস্তায় কম্বলে মোড়ানো ১০টি লাশ পাওয়া গেছে। অপরদিকে পার্শ্ববর্তী প্যানফিলো নাটেরার একটি গুদামের ভেতর থেকেও বাকি ৬টি লাশ উদ্ধার করা হয়েছে।
গত মাসেও জাকাতিকাসে একটি গাড়ির ভেতর থেকে ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়। সরকারি পরিসংখ্যানে বলছে, জাকাতিকাস রাজ্যে গতবছর এক হাজারের বেশি হত্যার ঘটনা ঘটেছে, যা ২০২০ সালের চেয়ে বেশি।