বল টেম্পারিং করলেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক

আপডেট: February 7, 2022 |
print news

বল টেম্পারিং করায় ৫ রান পেনাল্টি দিলেন সিলেট সানরাইজার্সের অধিনায়ক রবি বোপারা। নিজের প্রথম ওভারেই এমন অখেলোয়াড় সুলভ আচরণ করলেন ডানহাতি পেসার।

নবম ওভারের তৃতীয় বলের পর অনফিল্ড দুই আম্পায়ার মাহফুজুর রহমান ও প্রাগিথ রামবুকভেলা তার থেকে বল চেয়ে নেন। টিভি রিপ্লে’তে দেখা যায়, বাঁহাত দিয়ে বল আড়াল করে ডানহাতের দুই আঙুলের নখ দিয়ে বল ঘষামাঝা করছিলেন বোপারা। তাৎক্ষণিকভাবে বিষয়টি দুই আম্পায়ারের নজরে আসে। পরবর্তীতে নতুন বল চেয়ে নেন আম্পায়াররা। সঙ্গে সিলেটের শাস্তিতে খুলনার স্কোরবোর্ডে জমা হয় ৫ রান।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর