ভারতীয় ৭ সেনা তুষারধসে প্রাণ হারালো

আপডেট: February 9, 2022 |

ভারতের অরুণাচল রাজ্যে সীমান্তবর্তী এলাকায় তুষারধসে ৭ ভারতীয় সৈন্যর মৃত্যু হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে জানা যায় এই তথ্য।

মঙ্গলবার ভারতের প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকেও এক বিবৃতি দিয়ে নিশ্চিত করা হয় এই খবর।

প্রতিরক্ষাবাহিনীর উত্তরপূর্বাঞ্চলীয় কমান্ডের মুখপাত্র লেফটেন্যান্ট কর্নেল বর্ধন পাণ্ডে বিবৃতিতে জানান, রোববার অরুণাচলের কামেং অঞ্চলে আকস্মিক তুষারধসে ৭ সেনাসদস্যের মৃত্যু হয়েছে।

ইতোমধ্যে ঐ এলাকায় উদ্ধার অভিযান শেষে হয়েছে ও নিহত সেনা সদস্যদের মরদেহ ঘটনাস্থল থেকে সরিয়ে আনা হয়েছে।

উচ্চপদস্থ এই সেনা কর্মকর্তা আরও জানান, কামেং এলাকাটি অরুণাচল রাজ্যের হিমালয় পার্বত্য অঞ্চলের অন্তর্গত। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় সাড়ে ১৪ হাজার ফুট উঁচু এই এলাকায় গত কয়েকদিন ধরেই ব্যাপক তুষারপাত হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর