ধর্ম অবমাননার অভিযোগে আফগান অধ্যাপকের পদত্যাগ

আপডেট: February 9, 2022 |
print news

সহকর্মীদের আনা ব্লাসফেমি (ধর্ম অবমাননার) অভিযোগের ভিত্তিতে আফগানিস্তানের কাপিসা প্রদেশের আলবেরোনি বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপক পদত্যাগ করেছেন। সংবাদ সংস্থা খামা প্রেসের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

ইয়াকুব ইয়াসনা নামে ওই অধ্যাপক দাবি করেছেন, তার যে সহকর্মীরা তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছেন তারা আলবেরোনি বিশ্ববিদ্যালয়ের ধর্মীয় অধ্যয়ন, কৃষি এবং শিক্ষা অনুষদের শিক্ষক।

ইয়াসনা তার ফেসবুক পোস্টে বলেছেন যে, তিনি আফগানিস্তানের জাতিগত রাজনীতির সমালোচনা করেছিলেন কিন্তু ধর্মীয় অধ্যয়নের অনুষদের একজন অধ্যাপক এবং অন্যান্য অধ্যাপকরা তাকে অধার্মিক বলে অভিযুক্ত করেছেন।

ওই অধ্যাপকের দাবি, সহকর্মী ও শিক্ষার্থীরা তার বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ তুললেও প্রকৃতপক্ষে তিনি কোনো ধর্মকে অসম্মান করেননি।

গত বছরের ১৫ আগস্ট সশস্ত্র গোষ্ঠী তালেবান কাবুল দখলের পর আফগানিস্তানের শীর্ষ তিনটি বিশ্ববিদ্যালয়ের ২২৯ জন শিক্ষক দেশ ছেড়ে চলে গেছেন। ধর্ম অবমাননার অভিযোগ অধ্যাপকের পদত্যাগের বিষয়ে আলবিরোনি বিশ্ববিদ্যালয়ের কোনো কর্মকর্তা এবং তালেবানের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বক্তব্য আসেনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর