আবারও করোনায় আক্রান্ত প্রিন্স চার্লস

আপডেট: February 11, 2022 |
print news

আবারও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন যুক্তরাজ্যের প্রিন্স চার্লস। বর্তমানে তিনি আইসোলেশনে আছেন। এ নিয়ে দ্বিতীয়বার ভাইরাসটিতে সংক্রমিত হলেন তিনি।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সিএনএন।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) প্রিন্স চার্লসের দফতরের পক্ষ থেকে এক টুইটে এ তথ্য জানানো হয়।

প্রিন্স চার্লসের দফতর জানায়, বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) যুক্তরাজ্যের উইনচেস্টারে একটি আয়োজনে যোগ দেওয়ার কথা ছিল ৭৩ বছর বয়সী প্রিন্স চার্লসের। অসুস্থ বোধ করায় কোভিড টেস্ট করান তিনি। যার ফলাফল পজিটিভ আসে। তাই শেষ মুহুর্তে ওই আয়োজনে তার যোগদান বাতিল করা হয়।

তবে, আক্রান্ত হলেও প্রিন্স চার্লসের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এর আগে ২০২০ সালের মার্চে তিনি প্রথমবার করোনাভাইরাসে আক্রান্ত হন। তখন তার দেহে মৃদু উপসর্গ দেখা দিয়েছিল।

উল্লেখ্য, দুই দিন আগে ৯৫ বছর বয়সী রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে সাক্ষাৎ করেছিলেন প্রিন্স চার্লস। বয়স ও শারীরিক অবস্থা বিবেচনায় আগাম সুরক্ষার জন্য অনেক আগে থেকেই উইন্ডসর প্রাসাদে আয়োসলেশনে আছেন রানি এলিজাবেথ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর