করোনা আক্রান্ত হলেন সিডন্স

আপডেট: February 13, 2022 |
print news

অ্যাশওয়েল প্রিন্সের স্থলাভিষিক্ত হয়ে বেশ ফুরফুরে মেজাজেই ছিলেন জেমি সিডন্স। অবশ্য বাংলাদেশে আসার পর থেকেই বেশ ভালো সময়ই কাটছিল তাঁর। তবে এরই মাঝে শরীরে হানা দিয়েছে করোনাভাইরাস। কোভিড পজিটিভ হয়ে বর্তমানে আইসোলেশনে আছেন টাইগার ব্যাটিং কোচ।

২০০৭ থেকে ২০১১ পর্যন্ত বাংলাদেশ দলকে কোচিং করিয়েছেন এই অস্ট্রেলীয়। প্রধান কোচ হিসেবে তাঁর দেয়া দীক্ষা কাজে লাগিয়ে বাংলাদেশ পেয়েছিল অভূতপূর্ব সাফল্যও। সেই সিডন্স এবার বাংলাদেশে এসেছেন ব্যাটিং পরামর্শক হয়ে।

আসন্ন আফগানিস্তান সিরিজ দিয়েই টাইগারদের ব্যাটিং দেখভালের দায়িত্ব নিয়ে নিতেন। তার আগে চুটিয়ে উপভোগ করছিলেন চলমান বিপিএলের খেলাগুলো। মিরপুর থেকে সিলেট- সবখানেই ছিল তাঁর অবাধ বিচরণ। পর্যবেক্ষণ করছিলেন টাইগারদের খেলার খুঁটিনাটি।

সিডন্স বাংলাদেশে ফিরে যে কতটা খুশি- তা বোঝা যাচ্ছিল তাঁর সামাজিক যোগাযোগ মাধ্যমের পোস্টগুলোতেই। তবে এরই ফাঁকে প্রাণঘাতী করোনাভাইরাস বাসা করে নেয় সিডন্সের শরীরে।

শনিবার করোনার নমুনা পরীক্ষার ফলাফলে পজিটিভ শনাক্ত হন জেমি। তবে ভয়ের কিছুই নেই বলেই জানা গেছে। বর্তমানে আইসোলেশনেই সময় কাটছে তাঁর। যদিও আফগানিস্তান সিরিজের প্রাক্বালে করোনা পজিটিভ হওয়াটা নিশ্চয়ই স্বস্তি কেড়ে নিয়েছে সিডন্সের।

অবশ্য আসন্ন এই সিরিজের আনুষ্ঠানিক প্রস্তুতি শুরু হতে এখনও দেরি আছে। বিপিএল শেষ হবে ১৮ ফেব্রুয়ারি। এরপর ক্রিকেটাররা জড়ো হবেন ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া আফগান সিরিজের জন্য।

তার আগে করোনা নেগেটিভ হয়ে গেলে সিরিজের শুরু থেকেই তামিম-মুশফিকরা পাবেন সিডন্সের সাহচর্য। আর সিডন্সও কাছে পাবেন তাঁর প্রিয় শীষ্যদের।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর