মার্কিন সাবমেরিন রাশিয়ার জলসীমায় প্রবেশ করেনি : পেন্টাগন

আপডেট: February 13, 2022 |
print news

মার্কিন প্রতিরক্ষা বিভাগ তাদের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন সম্পর্কিত ঘটনার বর্ণনা দিয়ে বলেছে, সাবমেরিনটি কুরিল দ্বীপপুঞ্জের কাছে আন্তর্জাতিক জলসীমায় চলছিল।

এই সাবমেরিন রাশিয়ার জলসীমায় চলছিল- মস্কোর এমন দাবি সঠিক নয় এ কথা উল্লেখ করে মার্কিন নৌবাহিনীর ইন্দো-প্যাসেফিক কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন কাইল রাইনস তাসকে বলেছেন, ‘আমি আমাদের সঠিক অবস্থান সম্পর্কে কোন মন্তব্য করবো না, তবে সাবমেরিনটি নিরাপদে আন্তর্জাতিক জলসীমায় চলাচল করেছে।’

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রনালয় বলেছে, মার্কিন নৌবাহিনীর ভার্জিনিয়া ক্লাস সাবমেরিনটি ২০২২ সালের ১২ ফেব্রুয়ারি মস্কো সময় সকাল ১০টা ৪০ মিনিটে কুরিল দ্বীপমালার উরুপ দ্বীপের কাছে প্যাসেফিক ফ্লিটের মহড়া এলাকায় শনাক্ত করা হয়, রাশিয়ার এই জলসীমা থেকে সাবমেরিনটি সরে যাওয়ার নির্দেশ দেয়া হলে তারা সেটি উপেক্ষা করে এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করার পর সাবমেরিনটি এই এলাকা ত্যাগ করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর