আগামীকাল বইমেলা উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

আপডেট: February 14, 2022 |

শুরু হচ্ছে বাংলা একাডেমি আয়োজিত ‘অমর একুশে বইমেলা ২০২২’। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) বিকেল ৩টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি বইমেলার উদ্বোধন ঘোষণা করবেন।

সোমবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে বাংলা একাডেমির উপপরিচালক (চলতি দায়িত্ব) মোহাম্মদ আকবর হোসেন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।

এতে বলা হয়েছে, উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেবেন বাংলা একাডেমির মহাপরিচালক কবি মুহম্মদ নূরুল হুদা। শুভেচ্ছা বক্তব্য দেবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব মো. আবুল মনসুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী কে এম খালিদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বাংলা একাডেমির সভাপতি কথাসাহিত্যিক সেলিনা হোসেন।

অনুষ্ঠানে বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার ২০২১ দেয়া হবে।

এদিকে সোমবার বাংলা একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বলেন, কোভিডের কারণে এবার বইমেলার সময়সীমা অর্ধেকে নামিয়ে আনা হয়েছে। এখন যেভাবে সংক্রমণের হার কমছে, সেভাবে যদি চলতে থাকে, তাহলে হয়ত আমরা মেলার সময়সীমা খানিকটা বাড়াতে পারব।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর