বাংলাদেশের বিপক্ষে আফগানদের ওয়ানডে ও টি-টোয়েন্টি দল ঘোষণা

আপডেট: February 14, 2022 |
print news

স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে সাদা বলের দুই সিরিজকে সামনে রেখে দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। সোমবার দুপুরে ঘোষিত ওয়ানডে সিরিজের নেতৃত্বে থাকছেন হাসমতউল্লাহ শাহিদি এবং টি-টোয়েন্টি সিরিজে নেতৃত্ব দেবেন মোহাম্মদ নবী।

তিন ম্যাচের ওয়ানডে সিরিজ দিয়েই শুরু হবে বাংলাদেশ-আফগানিস্তানের মধ্যকার এই ক্রিকেট লড়াই। ওয়ানডে সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে এসিবি। এছাড়া কাইস আহমেদ ও সালিম শফি আছেন সংরক্ষিত খেলোয়াড় হিসেবে।

ওয়ানডে সিরিজ শেষে অনুষ্ঠিত হবে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। টি-টোয়েন্টি সিরিজের জন্যও ১৬ সদস্যের দল ঘোষণা করেছে এসিবি। তবে টি-টোয়েন্টির জন্য রাখা হয়নি কোনও সংরক্ষিত খেলোয়াড়।

ওয়ানডে স্কোয়াড: 
রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, রিয়াজ হাসান, হাসমতউল্লাহ শাহিদি (অধিনায়ক), রহমত শাহ (সহ-অধিনায়ক), নজিবুল্লাহ জাদরান, শহিদ কামাল, ইকরাম অলিখিল, মোহাম্মদ নবী, গুলবাদিন নাইব, রশিদ খান, আজমত ওমরজাই, ফজল হক ফারুকি, মুজিব উর রহমান, ইয়ামিন আহমাদজাই, ফরিদ আহমাদ মালিক।

সংরক্ষিত: কাইস আহমাদ, সালিম শফি।

টি-টোয়েন্টি স্কোয়াড: 
রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, উসমান গনি, দরবেশ রসুল, মোহাম্মদ নবী (অধিনায়ক), নাজিবুল্লাহ জাদরান, আফসার জাজাই, করিম জানাত, আজমত ওমরজাই, শরাফউদ্দিন আশরাফ, রশিদ খান, মুজিব উর রহমান, কাইস আহমেদ, ফজল হক ফারুকি, নিজাত মাসুদ, ফরিদ আহমাদ মালিক।

একনজরে বাংলাদেশ ও আফগানিস্তানের মধ্যকার দ্বিপাক্ষিক সিরিজের সূচি:

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর