উচ্চমাধ্যমিকে ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেল মেধাবী ছাত্রী
আপডেট: February 14, 2022
|

ভারতের কাশ্মীরে এবছর উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ৫০০ নম্বরের মধ্যে ৪৯৯ পেয়ে প্রথম হয়েছে শ্রীনগরের এলাহীবাগ সৌরার বাসিন্দা আরুসা পারভেজ।
জম্মু অ্যান্ড কাশ্মীর অ্যান্ড বোর্ড অব স্কুল এডুকেশনের দ্বাদশ শ্রেণির পরীক্ষায় শীর্ষস্থান দখল করা এ কৃতী ছাত্রীকে সমাজাজিক যোগাযোগমাধ্যমে তীব্র ট্রোলের মুখে পড়তে হয়েছে হিজাব না পরায়। খবর আনন্দবাজার পত্রিকায়।
তাক লাগানো সাফল্যের পরই উপত্যকায় সবার নজরে এসেছিলেন তিনি। তার ছবিও দ্রুত ছড়িয়ে পড়ে। পরিবারেরও খুশির অন্ত ছিল না। নানা দিক থেকে অভিনন্দন বার্তাও আসতে থাকে।
কিন্তু একইসঙ্গে সমাজমাধ্যমে অশালীন মন্তব্যের শিকার হয়েছেন আরুসা। আরুসাকে নির্লজ্জ বলে গালাগাল করে তার শিরশ্চেদের হুমকিও দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।