ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বিশাল ঢেউয়ে তলিয়ে গেলো ১১ জন

আপডেট: February 14, 2022 |

সতর্কবার্তা উপেক্ষা করে সাগরে সাঁতার কাটতে গিয়ে ইন্দোনেশিয়ার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র জাভা দ্বীপে প্রাণ হারালেন ১১ জন। গত শনিবার (১২ ফেব্রুয়ারি) রাতে সাগরের বিশাল ঢেউয়ের টানে তলিয়ে যান তারা। রোববার স্থানীয় কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন। খবর অ্যাসোসিয়েটেড প্রেসের।

সুরাবায়া অনুসন্ধান ও উদ্ধার সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, শনিবার রাতে পূর্ব জাভা প্রদেশের কয়েকটি গ্রাম থেকে ২৪ জনের একটি দল স্থানীয় প্রথা মেনে সাগরে সাঁতার কাটতে যায়।

প্রধান উদ্ধারকারী আই ওয়ায়ান সুয়াতনা বলেন, বিশাল ঢেউয়ের কারণে স্থানীয় এক বাসিন্দা তাদের সাগরে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু তারা শোনেননি। ঢেউ মুহূর্তের মধ্যেই ২৩ জনকে টেনে নিয়ে যায়।

জেম্বার জেলার পায়াঙ্গন সৈকতের এ ঘটনায় বেঁচে যাওয়া ১৩ জনের মধ্যে দুই বছরের একটি শিশুও রয়েছে। তাদের স্থানীয় একটি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হচ্ছে। সবশেষ ভুক্তভোগীর মরদেহ রোববার বিকেলে উদ্ধার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার আবহাওয়া সংস্থা পূর্ব জাভা প্রদেশসহ দেশটির বেশ কয়েকটি অঞ্চলে সম্ভাব্য চরম আবহাওয়া ও বিশাল ঢেউয়ের বিষয়ে সতর্কতা জারি করেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর