সংক্রমণ-মৃত্যু কমল ভারতে

আপডেট: February 15, 2022 |
print news

ভারতে করোনাভাইরাসে দৈনিক আক্রান্তের হার ২০ শতাংশ কমেছে। কমেছে দৈনিক মৃত্যুর সংখ্যাও। গত ২৪ ঘণ্টায় দেশটিতে ৩৪৭ জনের মৃত্যু হয়েছে। তার মধ্যে কেরালাতেই মৃত্যু হয়েছে ১৭৮ জনের।

দেশটির কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়েছেন ২৭ হাজার ৪০৯ জন, যা সোমবারের তুলনায় ২০ শতাংশ কম।

একই সঙ্গে কমেছে দৈনিক সংক্রমণের হারও। মঙ্গলবার ভারতের সংক্রমণের হার ২.২ শতাংশ। এদিকে গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩৪৭ জনের।

এছাড়া গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ৮২ হাজার ৮১৭ জন। এর ফলে মোট চার কোটি ১৭ লক্ষ ৬০ হাজার ৪৫৮ জন করোনা মুক্ত হলেন।

সোমবার ভারতে ১২ লক্ষ ২৯ হাজার ৫৩৬টি করোনার নমুনা পরীক্ষা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় ৪৪ লক্ষেরও বেশি করোনার টিকা দেওয়া হয়েছে।

সূত্র: আনন্দবাজার অনলাইন

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর