করোনায় চট্টগ্রামে মৃত্যু ২ , শনাক্ত ১৬৫

আপডেট: February 16, 2022 |
print news

কমতে শুরু করেছে করোনা সংক্রমণ। জানুয়ারিতে শনাক্তের হার ৩৫ শতাংশের ওপরে থাকলেও ফেব্রুয়ারির প্রথম থেকে এ হার নেমে আসে ৬-৭ শতাংশে।

সর্বশেষ গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ১৬৫ জন। নমুনা পরীক্ষার তুলনায় সংক্রমণের হার ৫ দশমিক ৯৩ শতাংশ। এসময়ে করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২ জন। এর আগে গত ৮ ফেব্রুয়ারি করোনা আক্রান্ত একজনের মৃত্যু হয়।

বুধবার (১৬ ফেব্রুয়ারি) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, চট্টগ্রামে অ্যান্টিজেন টেস্টসহ ১৫টি ল্যাবে নমুনা পরীক্ষা করা হয়।

নতুন আক্রান্ত ১৩৪ জন মহানগর এলাকার ও ৩১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এখন পর্যন্ত চট্টগ্রামে মোট করোনা আক্রান্তের সংখ্যা ১ লাখ ২৫ হাজার ৬৬৭ জন।

এর মধ্যে মহানগর এলাকায় ৯১ হাজার ৩৮০ জন এবং উপজেলায় ৩৪ হাজার ২৮৭ জন। এছাড়া মোট মৃত্যুবরণ করা ১ হাজার ৩৬২ জনের মধ্যে ৭৩৪ জন মহানগর এবং ৬২৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর