মাদক মামলায় চিত্রনায়িকা একার বিরুদ্ধে চার্জশিট দিয়েছে পুলিশ

আপডেট: February 17, 2022 |
print news

মাদকদ্রব্য আইনে করা মামলায় ঢাকাই সিনেমার এক সময়ের জনপ্রিয় নায়িকা সিমন হাসান একার বিরুদ্ধে অভিযোগপত্র (চার্জশিট) দিয়েছে পুলিশ।

বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মনির মণ্ডল গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। এই পুলিশ কর্মকর্তা বলেন, গত ১১ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মো. ফয়সাল আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন।

গত ২৬ জানুয়ারি ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলামের আদালতে এ অভিযোগপত্র গৃহীত হয়। বর্তমানে মামলাটি বদলির অপেক্ষায় রয়েছে।

এর আগে গত বছরের ৩১ জুলা রাজধানীতে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগ রামপুরার নিঝুম এলাকার বাসা থেকে চিত্রনায়িকা একা’কে আটক করেছে পুলিশ। পরে তার বাসায় মাদক পাওয়া গেলে মামলা দায়ের করে পুলিশ। পরে ওই বছরের ১ আগস্ট ঢাকা মহানগর হাকিম আদালতে তাকে হাজির ছয়দিনের রিমান্ডে নিতে আবেদন করে পুলিশ।

তার আইনজীবী জামিন আবেদন করেন। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড ও জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরে ওই বছরের ১০ আগস্ট ঢাকা মহানগর হাকিম আতিকুর রহমানের আদালতে একার আইনজীবী জামিনের আবেদন করেন। শুনানি শেষে বিচারক তার জামিন আবেদন মঞ্জুর করেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর