‘বাংলাদেশ-ভারত সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে’

আপডেট: February 24, 2022 |
print news

বাংলাদেশ-ভারত বর্তমানে অর্থনৈতিক ও রাজনৈতিক সম্পর্কের সোনালী অধ্যায় পার করছে বলে মন্তব্য করেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।

বৃহস্পতিবার রাজধানীতে ইন্ডিয়া-বাংলাদেশ অটো কম্পোনেন্ট শো’র উদ্বোধনী অনুষ্ঠানে একথা বলেন তিনি।

ভারতীয় হাইকমিশনার বলেন, প্রতিবেশী দুই দেশের মধ্যে পারস্পারিক বিনিয়োগ আরও বাড়ানো দরকার। বাংলাদেশের গাড়ি নির্মাণ শিল্পকে আরও এগিয়ে নিতে ভারত প্রযুক্তি সহায়তা দিতে প্রস্তুত বলেও জানান দোরাইস্বামী।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার।

শোতে বাংলাদেশ ও ভারতের বিভিন্ন প্রতিষ্ঠানের তৈরি যন্ত্রাংশ প্রদর্শন করা হয়।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর