১৮১ কেজি ভার তুলতে গিয়ে নারীর মৃত্যু!

আপডেট: February 25, 2022 |
print news

সম্প্রতি মেক্সিকোর একটি ব্যায়ামাগারে ঘটে এক নির্মম ঘটনা। প্রশিক্ষকের সামনেই ১৮১ কেজির ভার তুলতে গিয়ে হাত ফস্কে সেই ভার ঘাড়ের উপর পড়ায় ঘটনাস্থলেই মৃত্যু হল এক নারীর।

চল্লিশ বছরের ওই নারী মেয়েকে সঙ্গে নিয়েই জিমে গিয়েছিলেন। বারবেল তোলার জন্য তিনি চেষ্টা করতেই সেই হাত বেসামাল হয়ে যায়। ১৮১ কেজি ওজনের বারবেল সোজা তার ঘাড়ের উপর পড়ে। জিম প্রশিক্ষক তখন সামনেই ছিলেন।

আচমকা এমন ঘটনায় সেই বারবেল টেনে তোলার চেষ্টা করেন তিনি। ততক্ষণে জিমের ভিতরে থাকা বাকিরাও ছুটে আসেন। যতক্ষণে বারবেল তোলা হয় ততক্ষণে তার মৃত্যু হয়ে গিয়েছিলো।

কীভাবে এই ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ। প্রশিক্ষকের কোনও গাফিলতি ছিল কি না তা-ও খতিয়ে দেখা হচ্ছে। এরইমধ্যে জিমের মালিককে গ্রেফতার করেছে তারা।

তবে এটিই প্রথম নয়, ২০২০ সালেও এমনই একটি ঘটনা ঘটেছিল আমেরিকার উত্তর ক্যারোলিনায়। ১৬৭ কেজির ওজন তুলতে গিয়ে হাত ফস্কে গিয়েছিল আরেক নারীর। তবে সে ক্ষেত্রে তিনি প্রাণে বেঁচে গেলেও কাঁধের হাড় সরে গিয়েছিল। যা পরে অস্ত্রোপচার করে ঠিক করা হয়।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর