আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইউক্রেনের

আপডেট: February 25, 2022 |
print news

আরেকটি রুশ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি করেছে ইউক্রেন। শুক্রবার সকালে কিয়েভে হামলা চালানোর সময় যুদ্ধবিমানটি ভূপাতিত করা হয়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, কিয়েভের দার্নিতস্কি জেলায় একটি বিমান বিধ্বস্ত হয়েছে।

একাধিক প্রতিবেদনে বলা হয়, বিমানটি একটি নয়তলা অ্যাপার্টমেন্টের ওপর বিধ্বস্ত হলে এতে আগুন ধরে যায়। এ ঘটনায় তিনজন আহত হয়েছেন।

এদিকে হামলার প্রথম দিন বৃহস্পতিবার রাশিয়ার ছয়টি যুদ্ধবিমান ও একটি হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছিল ইউক্রেন। অবশ্য এ দাবি নাকচ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়।

এদিকে শুক্রবার দিনের শুরুতে রাজধানী কিয়েভে কমপক্ষে তিনটি বড় ধরনের বিস্ফোরণের শব্দ শোনা যায়।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রধানের উপদেষ্টা আন্তন গেরাশচেঙ্কো টেক্সট মেসেজে রিপোর্টারদের এ কথা জানান।
তিনি বলেন, ‘ক্রুজ ও ব্যালিস্টিক মিসাইল দিয়ে কিয়েভে হামলা শুরু হয়েছে। আমি বিকট দুটি বিস্ফোরণের শব্দ শুনতে পেয়েছি।’

কিয়েভ থেকে সিএনএন টিম জানায়, শুক্রবার প্রথম কয়েক ঘণ্টায় মধ্য কিয়েভে দুটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং কিছুটা ব্যবধানে তৃতীয় বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর