রুশ সেনাদের মনোবল দুর্বল হয়ে পড়েছে : পেন্টাগন

আপডেট: March 2, 2022 |
print news

রাশিয়া গত বৃহস্পতিবার ইউক্রেনে হামলা শুরু করে। তবে রাশিয়ার হামলা পরিকল্পনার চেয়ে ধীর হয়ে পড়েছে এবং সরবরাহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেছেন মার্কিন এক প্রতিরক্ষা কর্মকর্তা।

মার্কিন প্রতিরক্ষা সদরদপ্তর পেন্টাগন বলছে, ছয় দিন পার করলেও রাশিয়ান সেনারা ইউরোপের আকাশের নিয়ন্ত্রণ নিতে পারেনি। না পেরেছে প্রধানতম লক্ষ্য পূরণ করতে।

পেন্টাগন আরও বলছে, ইউক্রেনে রাশিয়ার সৈন্যদের খাদ্যঘাটতি শুরু হয়েছে। তাদের মনোবল দুর্বল হয়ে পড়ছে। সৈন্যদের সবাই পূর্ণাঙ্গভাবে প্রশিক্ষিত ও প্রস্তুত নয়। তারা লড়াইয়ে যাচ্ছে ভেবে ভয় পাচ্ছে। তাদের কয়েকটি ইউনিটে ঝিমুনি দেখা যাচ্ছে।

খবর বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর