ইউক্রেন সীমান্তে দ্বিগুণ সৈন্য মোতায়েনের ঘোষণা বেলারুশের

আপডেট: March 2, 2022 |
print news

ইউক্রেন সীমান্তে সৈন্য সংখ্যা দ্বিগুণ করার ঘোষণা দিয়েছে বেলারুশ। দেশটির প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো এই ঘোষণা দিয়েছেন।

লুকাশেঙ্কো বলেছেন, ‘ইউক্রেন সীমান্তে ট্যাকটিক্যাল ব্যাটালিয়ন সংখ্যা পাঁচটি থেকে বাড়িয়ে দশটি করা হবে।এসব ব্যাটালিয়ন উচ্চ প্রশিক্ষণপ্রাপ্ত এবং ভ্রাম্যমাণ থাকবে। তারা সীমান্তে বেলারুশের বিরুদ্ধে যে কোন ধরনের উস্কানি এবং সামরিক তৎপরতা ঠেকাবে।’

তিনি বলেন, সৈন্য সংখ্যা দ্বিগুণ করা হচ্ছে একটি প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে। দেশের ভেতরে যাতে উগ্রবাদী এবং অস্ত্র ঢুকতে না পারে (ইউক্রেন থেকে) সেজন্য এ ব্যবস্থা নেয়া হয়েছে।

ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সমর্থন দেবার কারণে বেলারুশের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে পশ্চিমা দেশগুলো।
রাশিয়ার প্রতিবেশী বেলারুশের সরকার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের দীর্ঘদিনের মিত্র।

বেলারুশের প্রেসিডেন্ট আকেজান্ডার লুকাশেঙ্কো দমন-পীড়নের জন্য এরই মধ্যে বেশ সমালোচিত।

খবর বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর