মোহামেডান স্পোর্টিং ক্লাবের অধিনায়ক হচ্ছেন মুশফিকুর রহিম

আসন্ন ঢাকা প্রিমিয়ার লিগে মোহামেডান স্পোর্টিং ক্লাবের হয়ে মাঠের লড়াইয়ে অংশ নেবেন দেশ-বিদেশের একঝাঁক তারকা ক্রিকেটার। তাদের সেই দলের নেতৃত্ব দেবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম।
মুশফিকুর রহিমের নেতৃত্বে মোহামেডানে খেলবেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও অভিজ্ঞ তারকা অলরাউন্ডার মোহাম্মদ হাফিজ। খেলবেন জাতীয় দলের সাবেক অধিনায়ক ও তারকা অলরাউন্ডার সাকিব আল হাসান।
বাংলাদেশ দলের বর্তমান টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদও মোহামেডানের ঢাকা লিগে মুশফিকের নেতৃত্বে খেলবেন।
রোববার সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে মোহামেডানের জার্সি উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত হন- দেশের তারকা ক্রিকেটার মুশফিক, সাকিব, মাহমুদউল্লাহ, তাসকিন মিরাজসহ অনেকেই।
ঢাকা লিগে এক যুগ হলো শিরোপা ঘরে তুলতে পারেনি ঐতিহ্যবাহী ক্লাব মোহামেডান। এবার শিরোপার খরা ঘোচাতে মুশফিক, সাকিব, মোহাম্মদ হাফিজ (পাকিস্তান), মাহমুদউল্লাহ, তাসকিন, মিরাজ, সৌম্য সরকার, নাজমুল ইসলাম অপু, শুভাগত হোম, রনি তালুকদার ও সোহরাওয়ার্দী শুভর মতো তারকাকে দলে নিয়েছে মোহামেডান।
দলটিতে আছেন আব্দুল মজিদ, পেসার সালাউদ্দিন সাকিল, তরুণ পেসার হাসান মাহমুদ ও এবার অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দুটি সেঞ্চুরি করা ব্যাটসম্যান আরিফুল ইসলামও।
এবারের ঢাকা লিগে মোহামেডানের কোচের দায়িত্বে রয়েছেন দেশের খ্যাতিমান কোচ সরওয়ার ইমরান।