কোনো খাদ্য সংকট-হাহাকার হবে না : কৃষিমন্ত্রী

দেশে কোনো ধরনের খাদ্য সংকট কিংবা হাহাকার হবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী মো. আব্দুর রাজ্জাক।
বুধবার (৯ মার্চ) সকালে সচিবালয়ে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা-এফএও’র মহাপরিচালক ছি দংয়ি’র নেতৃত্বে প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে একথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ইউক্রেন ইস্যুর প্রভাব বাংলাদেশের খাদ্যের উপর কিছুটা হলেও পড়বে। তবে সেক্ষেত্রে খাদ্য সংকট হবে না। এখন চাহিদার তুলনায় সব ধরণের খাদ্য সামগ্রীর মজুদ বেশিই আছে বলে জানান তিনি।
তবে সরকার অসহায় ও গরিব মানুষকে সহায়তা দিচ্ছে উল্লেখ করে তিনি বলেন, আমরা আমাদের গরিব মানুষকে সহায়তা দিচ্ছি। মানুষের একটু তো কষ্ট হচ্ছে আন্তর্জাতিক বাজারের কারণে। আগামী এপ্রিলে তো আমরা বড় ফসলের মৌসুম পাবো। আশা করছি, কোনো সমস্যা হবে না।
মার্চ-এপ্রিলের দিকে চালসহ নতুন খাদ্যশস্য বাজারে আসবে। তখন সমস্যা আরও কেটে যাবে এবং ইউক্রেন ইস্যুর প্রভাব মোকাবিলায় বাংলাদেশ প্রস্তুত বলেও জানান কৃষিমন্ত্রী।