উ. কোরিয়ার টহল জাহাজ লক্ষ্য করে গুলি দ. কোরিয়ার

আপডেট: March 9, 2022 |
print news

দক্ষিণ কোরিয়া উত্তর কোরিয়ার বেনামি একটি হাজাজ ও সাত ক্রুকে আটক করেছে এবং এ সময় বাধা দেয়ার চেষ্টা করা একটি টহল জাহাজা লক্ষ্য করে তারা সতর্কতামূলক গুলি ছুড়ে। বুধবার এক কর্মকর্তা একথা জানান।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, উত্তর কোরিয়ার ওই টহল জাহাজ মঙ্গলবার সকালে এ উপদ্বীপের পশ্চিম উপকূলে কার্যত সমুদ্রসীমা অতিক্রম করে। এ সময় দক্ষিণ কোরিয়া অভিমুখে আসা একটি জাহাজকে ধাওয়া করা হয়।

ওই কর্মকর্তা আরো জানান, দক্ষিণ কোরিয়ার নৌবাহিনী উত্তর কোরিয়ার টহল জাহাজ লক্ষ্য করে সতর্কতামূলক গুলি ছুড়লে তা উত্তর কোরিয়া অভিমুখে ফিরে যায়।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তা জানান, জব্দ করা জাহাজের সাত ক্রুকে কর্তৃপক্ষ জিজ্ঞাসাবাদ করছে।

বার্তা সংস্থা ইয়োনহাপ পরিবেশিত খবরে বলা হয়, আটক করা ক্রু সদস্যরা কর্তৃপক্ষকে বলেন যে তারা ‘নেভিগ্যাশন ভুলের’ কারণে সমুদ্রসীমা অতিক্রম করেন এবং উত্তর কোরিয়ায় ফিরে যাওয়ার জোর দাবি জানিয়েছেন তারা।

ওই প্রতিরক্ষা কর্মকর্তা এ ব্যাপারে বিস্তারিত জানাতে অস্বীকৃতি জানান। তবে তাদের জিজ্ঞাসাবাদ করা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

খবর এএফপি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর