বিএনপি ক্যান্সার রোগে আক্রান্ত : নৌ প্রতিমন্ত্রী

আপডেট: March 11, 2022 |
print news

নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী এমপি বলেছেন, বিএনপি বর্তমানে ক্যান্সার রোগে আক্রান্ত হয়েছে। তাই বিএনপিরই আগে চিকিৎসা করানো দরকার।

এ প্রসঙ্গে তিনি বলেন, বিএনপি নেতা মির্জা ফখরুল প্রথমে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য নিয়ন্ত্রনে আনার জন্য চেচামেচি শুরু করে। কিন্তু যখন সরকার দ্রব্যমুল্য নিয়ন্ত্রনে আনার জন্য বিভিন্ন আমদানীকৃত পন্যের ভ্যাট কমিয়ে দিয়েছে, তখন মির্জা ফখরুল বলছে, শুধু নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মুল্য কমালেই চলবে না, তাদের কথা বলার অধিকার দিতে হবে। অথচ তারাই বেশী কথা বলছে।

আজ শুক্রবার দুপুরে দিনাজপুরের বিরল উপজেলায় কিডনী, লিভার সিরোসিসসহ বিভিন্ন রোগে আক্রান্তদের মাঝে বিনামুল্যে চেক বিতরণকালে এসব কথা বলেন।

খালিদ মাহমুদ চৌধুরী বলেন, বর্তমানে সারের ব্যবস্থাপনা নিয়ে চক্রান্ত চলছে। পর্যাপ্ত সার মজুদ রয়েছে এবং প্রতিটি ইউনিয়নে সারের ডিলারও রয়েছে। এরপরও যদি কৃষকরা সঠিকভাবে সার না পায়, তাহলে সার ব্যবস্থাপনার সাথে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ জন্য প্রশাসনকে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার নির্দেশ তিনি।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা মোছাঃ আফছানা কাওছার-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন, বিরল উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রমাকান্ত রায়, উপজেলা সমাজ সেবা কমকর্তা মোঃ আনিছুর রহমান প্রমুখ।

বিরল উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে ২৬ জন রোগীর মধ্যে ১৩ লাখ টাকার চেক বিতরণ করা হয়।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর