আজ হাদিসুরের লাশের অপেক্ষার প্রহর শেষ হচ্ছে

ইউক্রেনে নিহত বাংলাদেশি প্রকৌশলী হাদিসুর রহমানের মরদেহ ঢাকায় আসছে আজ সোমবার। রোমানিয়ায় নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. দাউদ আলী এ তথ্য নিশ্চিত করেছেন।
রাষ্ট্রদূত জানান, হাদিসুরের মরদেহ বর্তমানে ইস্তাম্বুল রয়েছে। ভারী তুষারপাতের কারণে নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে। পরে একটি বাণিজ্যিক ফ্লাইটে বুকিং দেওয়া হয়েছে। সব কিছু ঠিক থাকলে সোমবার ১২টা ১৫ মিনিটে হাদিসুরের মরেদেহ ঢাকায় পৌঁছাবে।
এর আগে, টার্কিশ এয়ারওয়েজের একটি কার্গো ফ্লাইটে গতকাল রবিবার সন্ধ্যায় মরদেহটি ঢাকায় পৌঁছার কথা ছিল। কিন্তু তুরস্কে প্রবল তুষারপাতের কারণে ফ্লাইটটি বাতিল হয়।
হাদিসুর রহমান ‘এমভি বাংলার সমৃদ্ধি’ জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার ছিলেন। জাহাজটি তুরস্ক থেকে রওনা হয়ে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দর জলসীমায় নোঙর করে। ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে যুদ্ধ শুরু হলে অলভিয়া বন্দরের বাণিজ্যিক কার্যক্রম স্থগিত হয়। জাহাজটি ২৯ জন নাবিক ও ক্রু নিয়ে সেখানেই নোঙর করা অবস্থায় আটকে পড়ে।
২ মার্চ বাংলার সমৃদ্ধি জাহাজে রকেট হামলা হয়। এতে জাহাজটিতে আগুন ধরে যায়। হামলায় জাহাজের ব্রিজ ধ্বংস হয়। নিহত হন হাদিসুর রহমান।
পরে জীবিত ২৮ নাবিককে ৩ মার্চ ইউক্রেনের একটি বাংকারে নেওয়া হয়। সেখান থেকে তাঁদের নিরাপদে রোমানিয়ায় নিয়ে যাওয়া হয়। ইউক্রেনের একটি বাংকারে ‘ফ্রিজআপ’ করে রাখা হয়েছিল হাদিসুরের মরদেহ। জাহাজের ২৮ নাবিক ইউক্রেন থেকে মলদোভা, রোমানিয়া হয়ে ৯ মার্চ দুপুরে দেশে ফেরেন।