পুলিশকে জনবান্ধব হতে হবে: আইজিপি

আপডেট: March 15, 2022 |
print news

মুক্তিযুদ্ধের মাধ্যমে গঠন করা পুলিশকে জনবান্ধব হতে হবে বলে জানিয়েছেন আইজিপি ড. বেনজীর আহমেদ।

মঙ্গলবার রাজারবাগ পুলিশ লাইন্সে গ্রাফিক নভেল দুর্জয়ের ডায়রির এনিমেশনের উদ্বোধন শেষে এই নির্দেশ দেন তিনি।

আইজিপি বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রতিটি ইউনিয়নে পুলিশ বাহিনী থাকবে। সেই প্রেক্ষাপটে পুলিশী সেবা তৃনমূলে পৌঁছে দিতে বিট পুলিশিং কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

গ্রাম বা শহর সবখানে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ বাহিনী নিরলসভাবে কাজ করছে বলেও জানান তিনি।

এ ধরনের গ্রাফিক প্রজেক্টের কারণে সহজেই পুলিশিং সেবা সবার কাছে পৌঁছানো সম্ভব হবে বলেও মনে করেন আইজিপি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর