আমরা যেখানে পারব সেখানেই চাষ করব: ইউক্রেনের খাদ্যমন্ত্রী

আপডেট: March 17, 2022 |

ইউক্রেনের খাদ্যমন্ত্রী রোমান লেশচেঙ্কো বলেছেন, ইউক্রেন এবারের বসন্তে এমন সব অঞ্চলে ফসল রোপণ করবে, যেখানে সরাসরি কোনো লড়াই নেই। এ বছর দেশটি নিজেদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারবে বলেও মনে করেন তিনি।

তিনি আরো বলেছেন, যেসব অঞ্চলে আমরা শারীরিকভাবে চাষাবাদ করতে পারবো, যেখানে লড়াই নেই এবং যেখানে মাঠে যাওয়ার সুযোগ আছে; আমরা সেসব জায়গায় মাঠে যাব এবং চাষ করবো।

তিনি আরো বলেছেন, শুধু পশ্চিম ইউক্রেন নয়, বরং ইউক্রেনের কেন্দ্র এবং দক্ষিণাঞ্চলেও আমরা চাষাবাদ করবো।

আমরা যেখানেই পারবো, রোপণ করবো।

তবে গমের মতো প্রধান খাদ্যের জন্য যারা ইউক্রেনের ওপর নির্ভরশীল, সেসব দেশগুলোর জন্য উদ্বেগ থেকেই যাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি ইতোমধ্যেই বলেছে, লেবানন, ইয়েমেন, সিরিয়া, তিউনিসিয়ার মতো দেশগুলো ইউক্রেনের ওপর নির্ভরশীল।

ইউক্রেনের খাদ্যমন্ত্রী বলেছেন, রপ্তানির বিষয়টি নির্ভর করবে রাশিয়া কী করছে তার ওপর। সমুদ্রবন্দর অবরুদ্ধ করা কিংবা রেলওয়ে অবকাঠামোতে বোমা হামলার মতো পদক্ষেপ ইউক্রেনের রপ্তানিকে ঝুঁকির মধ্যে ফেলতে পারে।

সূত্র: বিবিসি।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর