ইসরায়েলে করোনার নতুন ধরন শনাক্ত

আপডেট: March 17, 2022 |
print news

ইসরায়েলে দুই ব্যক্তির দেহে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্ত করা হয়েছে। গতকাল বুধবার এ তথ্য নিশ্চিত করে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, নতুন ধরনটি নিয়ে উদ্বিগ্ন হওয়ার কোনো কারণ তারা দেখছে না।

ইসরায়েলে বেন গুরিয়ান বিমানবন্দরে পৌঁছানো দুই ব্যক্তির করোনা পরীক্ষা করলে তাদের দেহে ভাইরাসটির নতুন ধরন শনাক্ত হয়। করোনার সবচেয়ে সংক্রামক ধরন ওমিক্রনের বিএ.১ ও বিএ.২ উপধরনের সমন্বয়ে নতুন ধরনটি গঠিত।

তবে নতুন ধরনটি বিশ্বে এখনো অজানা, এমনটা জানায় ইসরায়েলের স্বাস্থ্য মন্ত্রণালয়। এসংক্রান্ত বিবৃতিতে আরো বলা হয়, যাদের দেহে নতুন ধরনটি শনাক্ত হয়েছে, তাদের হালকা জ্বর, মাথা ব্যথা ও মাংসপেশির দুর্বলতা ছিল।

ইসরায়েলের মহামারি মোকাবেলা বিষয়ক প্রধান সালমার জারকা বলেন, ‘ভাইরাসটির কারণে পরিস্থিতি মারাত্বক পর্যায়ে যেতে পারে, এ মুহূর্তে এমন আশঙ্কা আমরা করছি না। ’

ইসরায়েলের ৪০ লাখ মানুষ এরই মধ্যে তিন ডোজ টিকা পেয়েছে। করোনা পজিটিভ শনাক্তের সংখ্যা প্রায় ১৪ লাখ। দেশটিতে করোনায় মারা গেছে আট হাজার ২৪৪ জন।

সূত্র : এএফপি

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর