ইউক্রেনে রাশিয়ার হামলায় মার্কিন নাগরিক নিহত: যুক্তরাষ্ট্র

আপডেট: March 18, 2022 |

চলমান যুদ্ধে ইউক্রেনের চেহেরনিভ শহরে রুশ বাহিনীর প্রচণ্ড গোলাবর্ষণে জেমস হুইটনি হিল নামে এক মার্কিন নাগরিক নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৭ মার্চ) মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্রের বরাত দিয়ে এমন খবর জানিয়েছে বিবিসি।

মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র যুক্তরাষ্ট্রের এক নাগরিকের মৃত্যুর কথা নিশ্চিত করে বলেন, নিহতের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানাচ্ছি। কঠিন এই সময়ে তার পরিবারের প্রতি শ্রদ্ধা জানানো ছাড়া আমাদের কিছুই বলার নেই।

জেমস হুইটনি হিলের সঙ্গী একজন ইউক্রেনীয়। তার ওই সঙ্গী বেশ কিছু রোগে আক্রান্ত। ইউক্রেনের স্থানীয় হাসপাতালে চিকিৎসা করাতে গত বছরের ডিসেম্বরে সঙ্গীসহ ইউক্রেন যান জেমস হুইটনি হিল।

সম্প্রতি ফেসবুকে ইউক্রেনে নিরাপত্তা পরিস্থিতির একটি পোস্টে তিনি লেখেন, হামলা থেকে পালিয়ে বাঁচতে চাওয়া মানুষজন প্রতিদিন প্রাণ হারাচ্ছেন। কিন্তু আজ রাতে এখানেও বোমা হামলা হয়েছে। এখন এখানে চারদিকেই শুধু বিপদ আর ঝুঁকি।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে। ইতোমধ্যে ইউক্রেন ছেড়েছেন ২৭ লাখের বেশি মানুষ। এ ছাড়া যুদ্ধে ইউক্রেনের ১৩শ’ সেনা নিহত এবং রাশিয়ার ১৩ হাজার ৮০০ সৈন্য নিহত হয়েছে বলে দাবি করেছে ইউক্রেন। তবে রাশিয়া বলছে, যুদ্ধে তাদের প্রায় ৫০০ সৈন্য নিহত এবং ইউক্রেনের আড়াই হাজারের বেশি সেনা নিহত হয়েছেন।

এ ছাড়া জাতিসংঘ জানিয়েছে, রুশ অভিযানে ইউক্রেনে ৬৩৬ বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৪৬ শিশু রয়েছে। যুক্তরাষ্ট্র বলছে, ইউক্রেনে আনুমানিক ৫ থেকে ৬ হাজার রুশ সেনা নিহত হয়েছে।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর