ইউক্রেন ছেড়ে পালিয়েছে ১ কোটি মানুষ : জাতিসংঘ

আপডেট: March 21, 2022 |

রুশ আগ্রাসন শুরু হওয়ার পর থেকে এখন পর্যন্ত ইউক্রেনের ১ কোটি মানুষ তাদের বাড়িঘর ছেড়ে পালিয়েছে। পালিয়ে যাওয়া মানুষের এই সংখ্যা দেশটির মোট জনসংখ্যার এক-চতুর্থাংশের বেশি বলে রবিবার জাতিসংঘের শরণার্থীবিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের প্রধান জানিয়েছেন।

সংস্থাটি বলেছে, ইউক্রেনের প্রায় ৩৪ লাখ মানুষ প্রতিবেশি দেশগুলোতে পালিয়েছেন, যাদের বেশিরভাগই গেছেন পোল্যান্ড সীমান্তে।

জাতিসংঘের শরণার্থীবিষয়ক এই সংস্থার প্রধান ফিলিপ্পো গ্র্যান্ডি বলেছেন, বিশ্বের সর্বত্র যারা যুদ্ধ চালিয়ে যাচ্ছেন— বেসামরিক নাগরিকদের ভোগান্তি অর্থাৎ বাড়িঘর ছেড়ে পালাতে বাধ্য করার দায় তাদের।

ইউক্রেনের এতসংখ্যক মানুষের দেশ ছেড়ে পালানোর দায় পরোক্ষভাবে রাশিয়ার ওপর চাপিয়েছেন তিনি।

ইউএনএইচসিআরের প্রধান বলেছেন, ইউক্রেন যুদ্ধ এতটাই ধ্বংসাত্মক যে, সেখানকার এক কোটি মানুষ পালিয়ে গেছেন। এসব মানুষ দেশের অভ্যন্তরে বাস্তুচ্যুত হয়েছেন অথবা বিদেশে শরণার্থী হিসেবে পাড়ি জমিয়েছেন।

সংস্থাটি বলেছে, গত ফেব্রুয়ারি রাশিয়া আক্রমণ শুরু করার পর ৩৩ লাখ ৮৯ হাজার ৪৪ জন ইউক্রেনীয় দেশের সীমানা পেরিয়ে পালিয়ে গেছেন। এ ছাড়া আরও শনিবারের পর আরও ৬০ হাজার ৩৫২ জন দেশটি ছেড়েছেন। পালিয়ে যাওয়া মানুষের এই সংখ্যা আগের দিনের মতো প্রায় একই।

যারা ইউক্রেন ছেড়ে পালিয়েছেন তাদের প্রায় ৯০ শতাংশ নারী এবং শিশু। ইউক্রেনের ১৮ থেকে ৬০ বছর বয়সী পুরুষ নাগরিকরা সামরিক বাহিনীতে যোগদানের ডাক পাওয়ায় তারা দেশ ছাড়তে পারছেন না।
খবর বিবিসি

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর