ইউক্রেনকে দু’ভাগ করতে চায় রাশিয়া

আপডেট: March 28, 2022 |
print news

রাশিয়া ইউক্রেনকে দুই ভাগের চেষ্টা করছে। পুরো দেশ দখলে ব্যর্থ হয়ে রাশিয়া এখন এ পদক্ষেপ নিতে যাচ্ছে বলে জানিয়েছে ইউক্রেনের সামরিক গোয়েন্দা সংস্থার।

রোববার ইউক্রেনের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান কিরিলো বুদানভ একটি বিবৃতিতে বলেছেন, রাশিয়া ‘ইউক্রেনকে উত্তর ও দক্ষিণ কোরিয়ার মতো তৈরি করতে’ চাইছে। তবে মস্কোর এই চেষ্টা নস্যাৎ করতে তার দেশ শিগগিরই রুশ অধিকৃত ভূখণ্ডে গেরিলা যুদ্ধ শুরু করবে।

এদিকে শনিবার পোল্যান্ডের রাজধানী ওয়ারশতে ইউক্রেনের শরণার্থীদের কাছে তাদের ভয়াবহ অভিজ্ঞতার কথা শুনে পুতিনকে ‘কসাই’ আখ্যায়িত করেন বাইডেন।

ওয়ারশর রয়্যাল কাসলে দেওয়া ভাষণে বাইডেন সোভিয়েত লৌহ যবনিকার অধীনে পোল্যান্ডের চার দশকের ইতিহাস মনে করিয়ে দেন। তিনি বলেন, বৈশ্বিক নিরাপত্তা ও স্বাধীনতার স্বার্থে রাশিয়ার স্বৈরশাসনের বিরুদ্ধে বিশ্বের গণতান্ত্রিক শক্তিগুলোর জরুরি ভিত্তিতে একাট্টা হওয়া দরকার।

বক্তব্যের শেষ দিকে তিনি বলন, ঈশ্বরের দোহাই- এ লোকটা ক্ষমতায় থাকতে পারে না।

এর কিছু সময় পর বাইডেনের এ বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে মস্কো। ক্রেমলিন বলছে, পুতিন ক্ষমতায় থাকবেন কিনা, তা বাইডেন বলার কে?

উল্লেখ্য, ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা শুরু করে রাশিয়া। ইউক্রেনের বেশ কিছু অঞ্চল দখল করে নিলেও রাজধানী কিয়েভ ও আশেপাশের কয়েকটি এলাকায় প্রবল প্রতিরোধের মুখোমুখি হচ্ছে রুশ বাহিনী। এই পরিস্থিতিতে শুক্রবার রাশিয়ার সেনাপ্রধান জানিয়েছেন, ইউক্রেনের পূর্ব দিকে অবস্থিত দোনবাস অঞ্চলকে ‘সম্পূর্ণ স্বাধীন’ করার ব্যাপারে মনোযোগ দেবে মস্কো। সূত্র: বিবিসি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর