৪০ সাংবাদিকের সঙ্গে ইসির বৈঠক ৬ এপ্রিল

আপডেট: March 28, 2022 |
print news

আগামী ৬ এপ্রিল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন সংবাদমাধ্যমের ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিক প্রতিনিধির সঙ্গে সংলাপে বসবে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন।

রোববার নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ এ তথ্য নিশ্চিত করেছেন। এ সময় তিনি জানান, নতুন কমিশনের ধারাবাহিক সংলাপের অংশ হিসেবে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

তিনি বলেন, আগামী ৬ এপ্রিল ৪০ জন সম্পাদক ও সিনিয়র সাংবাদিকের সঙ্গে সংলাপ করার সম্ভাব্য দিন চূড়ান্ত করা হয়েছে। বৈঠকে নেতৃত্ব দেবেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। ওইদিন সকাল ১১টায় নির্বাচন ভবনে তৃতীয় ধাপের এ বৈঠক অনুষ্ঠিত হবে। এরই মধ্যে তাদের আমন্ত্রণপত্র পাঠানো শুরু হয়েছে।

এর আগে নতুন গঠিত ইসি গত ১৩ মার্চ শিক্ষক সমাজ এবং ২২ মার্চ সুশীল সমাজের প্রতিনিধির সঙ্গে দুই ধাপে বৈঠক করে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর