ইস্তাম্বুল আলোচনা ‘গঠনমূলক’ ছিল : রুশ প্রধান আলোচক

আপডেট: March 30, 2022 |
print news

তরুস্কের ইস্তাম্বুলে কয়েক ঘণ্টা ধরে চলা আলোচনাকে ‘গঠনমূলক’ বলে বর্ণনা করেছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি। মঙ্গলবার এ কথা জানিয়েছেন রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিসঙ্কি।

রাশিয়ার প্রধান আলোচক আরও জানান, ইউক্রেনের পক্ষ থেকে যে প্রস্তাবগুলো দেওয়া হয়েছে সেগুলো এখন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে বিবেচনার জন্য রাখা হবে।

তিনি আরও বলেন, রাশিয়ান এবং ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় সংঘর্ষের অবসান ঘটাতে একটি চুক্তিতে সম্মত হলে পুতিন ও জেলেনস্কির মধ্যে একটি বৈঠকের সম্ভাবনা ছিল।

এর আগে ইস্তাম্বুলে মঙ্গলবার শান্তি আলোচনায় বসেন রাশিয়া-ইউক্রেনের সমঝোতাকারীরা। সেই সমঝোতার মধ্যস্থতাকারী হিসেবে আছেন রুশ ধনকুবের ও ইংলিশ ফুটবল ক্লাব চেলসির মালিক রোমান আব্রামোভিচ।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর