কিংবদন্তি শেন ওয়ার্নকে শেষ বিদায় জানিয়েছে অস্ট্রেলিয়া

আপডেট: March 30, 2022 |
print news

বেপরোয়া জীবনযাপন করতেন লেগ স্পিন কিংবদন্তি শেন ওয়ার্ন। বারবার বিতর্কিত হয়েছেন নারী, ড্রাগ আর আচরণগত নানা বিষয়ে। তারপরও বিশ্বজুড়ে কোটি কোটি ক্রিকেটপ্রেমী ওয়ার্নের মৃত্যুতে চোখের জল ফেলছে। আজ বুধবার মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে লক্ষাধিক মানুষের সমাবেশে এই খ্যাপাটে মানুষটিকে শেষ বিদায় জানিয়েছে অস্ট্রেলিয়া।

 

প্রিয় বন্ধুকে বিদায় জানানোর দিনে অতীতের স্মৃতিচারণা করেছেন অ্যান্ড্রু সাইমন্ডস।

 

খেলোয়াড়ী জীবনে হোটেল, ড্রেসিংরুম বা মাঠে ওয়ার্নের সঙ্গে বহু সময় কাটিয়েছেন সাইমন্ডস। তার স্মৃতিচারণায় উঠে আসে এমসিজিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে বক্সিং ডে টেস্টের গল্প। সাবেক অজি অল-রাউন্ডারের ভাষায়, ‘সেটা ছিল ম্যাচের তৃতীয় দিন। এখনও মনে আছে মাঠে যাওয়ার আগে তার ঘরে ঢুকে চমকে যাই। মেঝের চার দিকে ছড়িয়ে ছিটিয়ে রাখা ক্রিকেট সরঞ্জাম। ওয়ার্নি সঙ্গে প্রচুর জুতা আর মোজা রাখত। সেগুলোর মধ্যেই বেশ কয়েকটা বড় উলের মোজায় রাখা ছিল অনেকগুলো ১০০ ডলারের নোট!’

এত টাকা এক সঙ্গে দেখে সাইমন্ডস অবাক হয়ে যান। তারপর ওয়ার্নের কাছে এই টাকার রহস্য জানতে চান। জবাবে হাসতে হাসতে ওয়ার্ন বলেছিলেন, ‘ও কিছু না। কাল রাতে আমি ক্যাসিনোয় কিছু টাকা জিতেছি বন্ধু। তুমি তো জানোই টাকাই রাজা। ‘ সাইমন্ডস বলেছেন, ‘মেঝেতে প্রচুর টাকা ছড়ানো ছিল। সেটা নিয়ে ওর বিশেষ চিন্তাও ছিল না। ওয়ার্ন আসলে এরকমই। ও খুব বড় মনের ছিল। যাদের পছন্দ করত, তাদের প্রচুর সাহায্য করত। আমি খুব ভাগ্যবান যে তার সাহায্যে পেয়েছি। ‘

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর