করোনায় আক্রান্ত রিয়াল কোচ আনচেলত্তি

আপডেট: March 31, 2022 |

আন্তর্জাতিক বিরতি শেষে ফেরার ম্যাচের ঠিক আগে বড় এক ধাক্কা খেয়েছে রিয়াল মাদ্রিদ। কোভিড-১৯ পজিটিভ হয়েছেন দলটির কোচ কার্লো আনচেলত্তি।

বুধবার নিজেদের ওয়েবসাইটে এক বিবৃতি দিয়ে বিষয়টি জানিয়েছে মাদ্রিদের ক্লাবটি।

লা লিগায় আগামী শনিবার সেল্টা ভিগোর বিপক্ষে মাঠে নামবে স্পেনের সফলতম দলটি। নিশ্চিতভাবেই এই ম্যাচের ডাগআউটে থাকতে পারবেন না আনচেলত্তি।

আগামী বুধবার চ্যাম্পিয়ন্স লিগে শেষ আটের প্রথম লেগে চেলসির মুখোমুখি হবে রিয়াল। ওই ম্যাচেও ইতালিয়ান এই কোচ উপস্থিত থাকতে পারবেন কি-না, তা নিশ্চিত নয়।

ধারণা করা হচ্ছে, আনচেলত্তির অনুপস্থিতিতে তার ছেলে ও সহকারী ডেভিড আনচেলত্তি দলের দায়িত্ব নেবেন। লা লিগায় ২৯ ম্যাচে ২০ জয় ও ৬ ড্রয়ে ৬৬ পয়েন্ট নিয়ে বর্তমানে শীর্ষে আছে রিয়াল। ৫৭ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে সেভিয়া।

২৮ ম্যাচে ৫৪ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে বার্সেলোনা। তাদের সমান পয়েন্ট নিয়ে চার নম্বরে আছে এক ম্যাচ বেশি খেলা অ্যাথলেটিকো মাদ্রিদ।

পয়েন্ট টেবিলে শীর্ষে থাকলেও আন্তর্জাতিক বিরতির আগে শেষটা একেবারেই ভালো হয়নি আনচেলত্তির দলের। গত ২০ মার্চের ক্লাসিকোয় ঘরের মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে ৪-০ গোলে বিধ্বস্ত হয় রিয়াল।

সেই ধাক্কা কাটিয়ে ওঠার চ্যালেঞ্জের আগে কোচকে হারানো বেশ বড় ধাক্কাই বটে দলটির জন্য।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর