সৈকতে ভেসে এলো বিস্ময়কর প্রাণী

আপডেট: April 1, 2022 |
print news

অস্ট্রেলিয়ার কুইন্সল্যান্ডের জনপ্রিয় এক সমুদ্রসৈকতে বিস্ময়কর এক প্রাণীর দেখা মিলেছে, যা স্থানীয়দের অবাক করেছে।

এনডিটিভির খবরে বলা হয়েছে, অদ্ভুত এ প্রাণীর একটি ভিডিও ইনস্টাগ্রামে পোস্ট করেছেন স্থানীয় অ্যালেক্স ট্যান নামের এক ব্যক্তি। ভিডিওতে দেখা যায় ওই প্রাণীর মাথা দেখতে অনেকটা সরীসৃপজাতীয় প্রাণীর মতো, যার মাংসল পা ও দীর্ঘ লেজ আছে।

অ্যালেক্স বলেন, তিনি প্রাতরাশে বের হয়ে সৈকতে প্রাণীটি পড়ে থাকতে দেখেন। তিনি বলেন, সৈকতে অদ্ভুত কিছু একটা দেখে তিনি থমকে যান। দেখে মনে হচ্ছে এলিয়েন–জাতীয় কোনো প্রাণী এটি।

একপর্যায়ে অ্যালেক্স এই প্রাণীর বর্ণনা দেন। তিনি বলেন, লোমহীন প্রাণীটি দেখতে অনেকটা আলাদা। এ রকম প্রাণী অস্ট্রেলিয়ান সৈকতে কখনো দেখা যায়নি।

অস্ট্রেলিয়ান সমুদ্রসৈকতে অদ্ভুত প্রাণী ভেসে আসার ঘটনা এটাই প্রথম নয়। গত মাসেও সিডনির একটি সমুদ্রসৈকতে অদ্ভূত প্রাণী ভেসে আসে। মস্তিষ্কসদৃশ ওই প্রাণীটি দেখে স্থানীয়রা অবাক হয়েছিলেন।

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর