হিজাব নিয়ে প্রশ্ন করতেই ক্ষেপে গেলেন বিশ্বসুন্দরী

আপডেট: April 1, 2022 |

হিজাব ইস্যুতে উত্তাল ভারত। দেশটির প্রায় সব তারকাই এ নিয়ে নিজেদের মতামত দিয়ে চলেছেন সামাজিক যোগাযোগ মাধ্যম ও সাক্ষাৎকারে। দেশে ফিরে এবার এই বিষয়টি নিয়েই বোমা ফাটালেন মিস ইউনিভার্স খেতাব জয়ী হারনাজ কৌর সান্ধু।

এক সাংবাদিক সম্মলনে হারনাজকে প্রশ্ন করা হয় হিজাব নিয়ে। প্রথমেই সুন্দরী জানিয়ে দেন তিনি রাজনৈতিক কোনও ইস্যু নিয়ে মন্তব্য করতে চান না। তারপরও তাকে হিজাব নিয়ে প্রশ্ন করা হলে জবাব দেন, ‘দেখুন সবসময় আমাদের এখানে মেয়েদেরকেই নিশানা করা হয়। এই যেমন এখন আমাকে নিশানা বানানো হচ্ছে।’ এরপর হিজাব প্রশ্নে ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাকে।

হারনাজ বলেন, ‘আপনারা মেয়েদের নিজেদের মতো করে বাঁচতে দিন। ডানা মেলে উড়তে দিন। ওদের ডানা কাটার চেষ্টা করবেন না। দরকার হলে নিজেদের ডানা কাটুন। মেয়েদের তাদের নিজেদের ইচ্ছা মতো পোশাক পরার অধিকার আছে।’

তিনি আরও বলেন, ‘কেউ যদি হিজাব পরতে চায়, তাহলে সেটা তার ইচ্ছা। কোনও নারীকে যদি দমিয়ে রাখার চেষ্টা করা হয়, তবে তার উচিত এগিয়ে এসে প্রতিবাদ করা। আমাদের নানা ধর্মের নারীরা যারা আছে, সবার উচিত একে-অপরকে সম্মান জানানো।’

২০২১ সালে বিশ্বসুন্দরীর মঞ্চে ভারতের নাম উজ্জ্বল করেন হরনাজ সান্ধু। দীর্ঘ ২১ বছর পর মিস ইউনিভার্সের খেতাব পান কোনও ভারতীয় নাগরিক। সূত্র: হিন্দুস্তান টাইমস

বৈশাখী নিউজ/ এপি

Share Now

এই বিভাগের আরও খবর