ফের ওডেসায় বিস্ফোরণের শব্দ

আপডেট: April 4, 2022 |

ইউক্রেনের বন্দরনগরী ওডেসায় ফের বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ তথ্য জানায়।

খবরে বলা হয়, রোববার গভীর রাতে ইউক্রেনের দক্ষিণাঞ্চলের বন্দরনগরীটিতে বিস্ফোরণের ঘটনা ঘটে।
যদিও কৃষ্ণ সাগরের উপকূলে কৌশলগত এ শহরের কর্তৃপক্ষ স্থানীয় সংবাদমাধ্যম ও রয়টার্সের প্রতিবেদনের বিষয়ে এখনও কিছু নিশ্চিত করেনি।

ওডেসায় ১০ লাখ মানুষের বসবাস। যে শহরে রোববার সকালে হামলা চালিয়েছিল রাশিয়া।

ইউক্রেনের এক কর্মকর্তা জানিয়েছিলেন, ক্ষেপণাস্ত্রগুলো ‘গুরুত্বপূর্ণ অবকাঠামোতে’ আঘাত হেনেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

রাশিয়া পরে জানিয়েছে, তারা একটি তেল শোধনাগারকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। যেখান থেকে ইউক্রেনের সেনাদের জ্বালানি সরবরাহ করা হতো।

২৪ ফেব্রুয়ারি দোনবাস অঞ্চলে সামরিক অভিযানের ঘোষণা দেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এর কিছুদিন পর রাশিয়ার তার লক্ষ্য পরিবর্তন করে। এখন দেশটি ইউক্রেনের পূর্বাঞ্চলকে গুরুত্ব দিচ্ছে। ফলে দোনবাস ও দক্ষিণাঞ্চলে হামলার ঘটনা বেড়ে গেছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর