মূল্য বৃদ্ধির প্রতিবাদে গ্রীসে ধর্মঘট

আপডেট: April 6, 2022 |
print news

পণ্যর মূল্য বৃদ্ধি পাওয়ার প্রতিবাদে গ্রীসে বুধবার ধর্মঘট পালিত হচ্ছে, ফলে সরকারী পরিষেবা, ফেরি এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে।

গত ২৪ জানুয়ারি ইউক্রেনে রুশ হামলা শুরুর পর থেকে লাফিয়ে লাফিয়ে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পাওয়ায় ইউরোপ জুড়ে দেশগুলো ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতির মুখোমুখি হচ্ছে। জীবন যাত্রার ব্যয় বৃদ্ধি পাওয়ায় স্পেনেও ধর্মঘট এবং প্রতিবাদ বিক্ষোভ চলছে।

গ্রীকরা বিদ্যুতের ক্রমবর্ধমান চড়া মূল্য এবং হিটিং বিলের পাশাপশি আবাসন ব্যয় বৃদ্ধির মুখোমুখি হচ্ছে।

গ্রীসে জানুয়ারিতে এক বছর আগের তুলনায় ৬.২ শতাংশ মূল্য বৃদ্ধি পেয়েছে, যা ২০০১ সালে ইউরোপিয়ান ইউনিয়নের একক মুদ্রা গ্রহনের পর রেকর্ড মূল্য বৃদ্ধি। ফেব্রুয়ারিতে এই হার বেড়ে দাঁড়িয়েছে ৭.২ শতাংশ।

সূত্র: বাসস

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর