যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে নিহত ২

আপডেট: April 6, 2022 |
print news

যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ের আঘাতে দুজন নিহত হয়েছে। ঝোড়ো আবহাওয়ায় গাছ উপড়ে ক্ষতিগ্রস্ত হয়েছে ঘরবাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠান। আটকা পড়েছেন অনেকে।

ঘূর্ণিঝড়ের কারণে ক্ষয়ক্ষতি হয়েছে মিসিসিপি থেকে সাউথ ক্যারোলাইনা পর্যন্ত। জর্জিয়ার ব্রায়ান কাউন্টিতে ঝড়ে একজনের মৃত্যু হয়েছে। অঙ্গরাজ্যটিতে একই দিন দুটি ঘূর্ণিঝড় আঘাত হেনেছে।

আটকা পড়াদের উদ্ধারে কাজ চালাচ্ছে ফায়ার সার্ভিস। এ ছাড়া টেক্সাসের পূর্বাঞ্চলে গাড়ি চালানোর সময় গাছ পড়ে আরও একজন নিহত হয়েছেন। মিসিসিপিতে একদিনে অন্তত ৫টি ঘূর্ণিঝড় আঘাত হানে বলে জানিয়েছে ন্যাশনাল ওয়েদার সার্ভিস।

অঙ্গরাজ্যটির বেশি কিছু অঞ্চলে বিদ্যুত সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এছাড়া জর্জিয়া এবং সাউথ ক্যারোলাইনায় ২৫ হাজারের বেশি গ্রাহক বিদ্যুৎবিহীন হয়ে পড়েছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর