শ্রীলঙ্কায় অনাস্থা প্রস্তাব আনার হুমকি বিরোধীদের

আপডেট: April 8, 2022 |

অর্থনৈতিক সঙ্কটে নাকাল জনজীবন। জ্বালানি তেল, শিশু খাদ্য থেকে শুরু করে সবকিছু দাম গগনচুম্বি। কাগজের অভাবে ‍স্কুলগুলো পরীক্ষা নিতে পারছে না, জীবন রক্ষাকারী ওষুধের অভাবে বন্ধ অনেক জরুরি অস্ত্রোপচার। দক্ষিণ এশিয়ার দেশ শ্রীলঙ্কায় বেশকিছুদিন ধরেই এই অবস্থা বিরাজ করছে। ক্ষমতাসীন সরকার এ বিষয়ে কোনো কার্যকর ব্যবস্থা নিতে পারছে না। সঙ্কট মোকাবেলায় শ্রীলঙ্কার প্রেসিডেন্টের সর্বদলীয় সরকারের ডাকও প্রত্যাখান করেছে বিরোধীরা।

এই পরিস্থিতিতেঅর্থনৈতিক সংকট নিরসনে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারকে তাগাদা দিয়েছে শ্রীলঙ্কার প্রধান বিরোধী দল এসজেবি। আর দ্রুত ব্যবস্থা নিতে ব্যর্থ হলে সরকারকে অনাস্থা ভোটের মুখোমুখি করার হুমকি দিয়েছে দলটি। আজ শুক্রবার পার্লামেন্টে এসজেবি নেতা সাজিথ প্রেমাদাসা এ হুমকি দিয়েছেন।

আগেই অন্যতম শরীক পদুজানা পেরামুনার ৪০ জনের বেশি এমপি জোট ছাড়ায় শ্রীলঙ্কার পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে প্রেসিডেন্ট গোতাবায়া রাজাপাকসের দল। সাজিথ প্রেমাদাসা বলেন, ‘সরকারের উচিত আর্থিক সংকট নিরসন করা এবং শাসনপদ্ধতির উন্নতিতে কাজ করা। তা না হলে আমরা সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনব।’

প্রেমাদাসা আরও বলেছেন, ‘শ্রীলঙ্কাকে অবশ্যই বিশৃঙ্খল এ ঋণখেলাপি অবস্থা থেকে বের হয়ে আসতে হবে। ঋণ স্থগিতের জন্য সরকারকে অবশ্যই কাজ করতে হবে এবং ঋণ পরিকল্পনা পুনর্গঠনের প্রক্রিয়া শুরু করতে আর্থিক উপদেষ্টা নিয়োগ দিতে হবে।’

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর