‘ইউক্রেন যুদ্ধ’ বন্ধের লক্ষণ দেখছেন না ম্যাক্রোঁ

আপডেট: April 8, 2022 |
print news

ইউক্রেনে যুদ্ধ বন্ধ হওয়ার কোনো লক্ষণ দেখছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। ফরাসি রেডিও আরটিএলে এক সাক্ষাৎকারে ম্যাক্রোঁ যুদ্ধ নিয়ে এই পর্যবেক্ষণ জানিয়েছেন। ম্যাক্রোঁ বলেন, দুর্ভাগ্যজনকভাবে এই যুদ্ধ আসন্ন দিনগুলোতে থামবে না।

ফ্রান্সের প্রেসিডেন্ট আগামী ৯ মে ’কে গুরুত্বপূর্ণ দিন হিসেবে দেখছেন। রাশিয়ার সেনাবাহিনী বলেছে, ‘আগামী ৯মে পুতিনের জন্য বিজয়ের দিন হবে।’

ম্যাক্রোঁ বলেন, এখন তারা (রাশিয়া) দোনবাস অঞ্চলে মনোনিবেশ করবে। আগামী সপ্তাহগুলোতে আমাদেরকে কঠিন দৃশ্য দেখতে হবে।

প্রেক্ষাপট: ইউক্রেনের কর্মকর্তারা বলছেন, ইউক্রেনের পূর্বে ব্যাপক যুদ্ধ হচ্ছে। দোনবাস অঞ্চলে রাশিয়া ব্যাপক গোলাবর্ষণ করছে। রাশিয়ার পক্ষ থেকে তারা বড় ধরনের হামলার আশঙ্কা করছেন।

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ বলেছেন, আগামী সপ্তাহগুলোতে রাশিয়া কূটনীতিক সমঝোতায় পথে যাবে না। রাশিয়ার পক্ষ থেকে সহযোগিতা না পাওয়ায় গ্রিস, ফ্রান্স এবং তুরস্কের মানবিক প্রচেষ্টা বাধাগ্রস্ত হচ্ছে বলেও মন্তব্য করেন তিনি।

সূত্র: সিএনএন

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর