শেষ সময়ে গ্রানাডাকে উড়িয়ে দুই নম্বরে সেভিয়া

আপডেট: April 9, 2022 |
print news

স্প্যানিশ ফুটবল লিগ লা লিগায় গ্রানাডাকে ৪-২ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বরে উঠে এসেছে সেভিয়া। ২-২ সমতার পর ম্যাচের যোগকরা সময়ে আরও দুই গোল দিয়ে উৎসবে মাতে লাপোর্তেগুয়ের দল।

শুক্রবার রাতে সানচেজ পিজজুয়ানে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে স্বাগতিকরা। ২৩ মিনিটে গ্রানাডাকে লিড এনে দেন ডারউইন মাচিস।

নয় মিনিট পর ডিয়াগো কার্লোসের দুর্দান্ত গোলে সমতায় ফেরে সেভিয়া।

দ্বিতীয়ার্ধে ম্যাচের ৬৬তম মিনিটে স্বাগতিকদের এগিয়ে দেন আর্জেন্টাইন মিডফিল্ডার লুকাস ওকাম্পোস। এরপর ৮৮তম মিনিটে ভিক্টর দিয়াজের গোলে সমতায় ফেরে সফরকারীরা।

তবে নির্ধারিত সময় শেষে যোগকরা সময়ে রাফা মির ও আলেজান্দ্রো গোমেজের গোলে বড় জয় নিয়ে মাঠ ছাড়ে জুয়েন লাপোর্তেগুয়ের দল।

বৈশাখী নিউজ/ বিসি

Share Now

এই বিভাগের আরও খবর