আবার ইসরাইলি ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করল সিরিয়া

আপডেট: April 10, 2022 |

আবারো ইসরাইলের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করেছে সিরিয়ায় বিমান প্রতিরক্ষা ব্যবস্থা।

সিরিয়ার গণমাধ্যমের তথ্য অনুযায়ী, ইসরাইল মধ্যাঞ্চলীয় হামা প্রদেশের মাসইয়াফ শহরের ওপর শনিবার রাত পৌনে আটটার সময় বিমান থেকে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। সিরিয়ার বিমান প্রতিরক্ষা বাহিনী এর বিরুদ্ধে লড়াই করে এবং বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে।

লন্ডনভিত্তিক কথিত মানবাধিকার সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এ হামলা সম্পর্কে বলেছে, সরকার নিয়ন্ত্রিত হামা প্রদেশের মাসইয়াফ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সংস্থাটি বলছে, ইসরাইল চলতি বছরে এ নিয়ে সিরিয়ার ওপর আট দফা হামলা চালালো।

২০১১ সালে সিরিয়ায় বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের হামলা শুরুর পর থেকে ইসরাইল উল্লেখযোগ্যভাবে সিরিয়ার ওপর সামরিক হামলা বাড়িয়ে দিয়েছে। পর্যবেক্ষকরা মনে করেন, বিদেশি মদদপুষ্ট সন্ত্রাসীদের মনোভাব চাঙ্গা রাখতেই ইসরাইল সিরিয়ার ওপর হামলা চালিয়ে আসছেন।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর