গুজরাতের রাসায়নিক কারখানায় বিস্ফোরণে নিহত ৬

আপডেট: April 11, 2022 |
print news

ভারতের গুজরাতের ভারুচ জেলায় একটি রাসায়নিক কারখানায় বিস্ফোরণে মৃত্যু হল ছয় শ্রমিকের। আমদাবাদ থেকে প্রায় ২৩৫ কিলোমিটার দূরে দাহেজ শিল্পাঞ্চল এলাকায় অবস্থিত এই কারখানায় সোমবার ভোর ৩টা নাগাদ এই ঘটনাটি ঘটে।

ভারুচের পুলিশ সুপার লীনা পাটিল জানিয়েছেন, ছ’জন একটি চুল্লির কাছে কাজ করছিলেন। সেখানে পাতন প্রক্রিয়া চলাকালীন হঠাৎই বিস্ফোরণ ঘটে। অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ওই শ্রমিকদের।

লীনা বলেন, ‘‘চুল্লিতে বিস্ফোরণের ফলে কারখানায় আগুন লেগে যায়। চুল্লির কাছে কর্মরত ছ’জনের সবাই মারা গিয়েছে। পরে মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। আগুনও ইতিমধ্যেই নিয়ন্ত্রণে আনা হয়েছে।’’

তবে এই ছ’জন ছাড়া এই আর কেউ আহত বা নিহত হননি বলেও জানা গিয়েছে। ঠিক কী কারণে এই বিস্ফোরণটি ঘটে তা জানতে ইতিমধ্যেই তৎপর হয়েছে প্রশাসন।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর