কারখানায় দিনে ৪ ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশ

আপডেট: April 11, 2022 |
print news

গ্যাস সংকট কাটাতে রোজার মাসে শিল্প কারখানায় দিনে চার ঘণ্টা গ্যাস বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে সরকার। রমজানে গ্যাস ও বিদ্যুতের চাহিদা বাড়ায় এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১১ এপ্রিল) পেট্রোবাংলা এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রমজান উপলক্ষে মঙ্গলবার থেকে প্রতিদিন বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত শিল্প কারখানায় গ্যাস ব্যবহার বন্ধ রাখতে হবে। এই নিয়ম কার্যকর থাকবে ১৫ দিন।

শিল্প শ্রেণির সব গ্রাহককে প্রতিদিন ওই সময় গ্যাস ব্যবহার বন্ধ রাখার নির্দেশনা দিয়ে বিতরণ কোম্পানিগুলোকেও বিষয়টি তদারকি করতে বলেছে পেট্রোবাংলা।

এর আগে ৫টা থেকে রাত ১১টা পর্যন্ত মোট ৬ ঘণ্টা সিএনজি স্টেশন বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছিল জ্বালানি বিভাগ। সে সময় বলা হয়েছিল, সিদ্ধান্ত অমান্যকারী সংশ্লিষ্ট সিএনজি স্টেশনের বিরুদ্ধে বাংলাদেশ গ্যাস আইন-২০১০ অনুযায়ী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর