বিশ্বে খাদ্য সংকট বাড়ছে: ইইউ

আপডেট: April 12, 2022 |
print news

ইউক্রেনের সঙ্গে রাশিয়া যুদ্ধে জড়িয়ে পড়ার কারণে বিশ্বব্যপী খাদ্য সংকট বেড়েছে। এ জন্য মস্কোকে দায়ী করা হচ্ছে।

দেশটিতে মস্কোর আগ্রাসনে গমের মজুদ লক্ষ্য করে বোমা হামলা চালানো এবং জাহাজের মাধ্যমে কিয়েভ হতে খাদ্যশস্য বহন ব্যহত হওয়ায় এ অবস্থার সৃষ্টি হয়েছে।

সোমবার ইইউ’র শীর্ষ কূটনীতিক এ কথা জানান। খবর এএফপি’র।

ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর পররাষ্ট্রমন্ত্রীদের এক বৈঠকে সভাপতিত্বের দায়িত্ব পালন করার পর সংবাদ সম্মেলনে জোসেফ বোরেল বলেন, “বর্তমানে ‘তারা (রাশিয়া) বিশ্বে খাদ্য ঘাটতির প্রধান কারণ। কেননা, ইউক্রেনের বিভিন্ন নগরীতে বোমা হামলা চালানো এবং দেশটি থেকে খাদ্যশস্যের যোগান বন্ধ হয়ে পড়ায় বিশ্বে খাদ্য সংকট অনেকটা বেড়ে যেতে দেখা যাচ্ছে।”

বৈশাখী নিউজ/ ইডি

Share Now

এই বিভাগের আরও খবর