বুড়িচংয়ে মাদক কারবারির গুলিতে সংবাদকর্মী নিহত

আপডেট: April 14, 2022 |
print news

কুমিল্লার বুড়িচং উপজেলার রাজাপুর ইউনিয়নের হায়দ্রাবাদ সীমান্তে মাদক কারবারির গুলিতে মহিউদ্দিন সরকার নাঈম নামের এক সাংবাদিক নিহত হয়েছেন।

বুধবার রাত সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে।

হায়দ্রাবাদ এলাকার রাব্বি ও রুবেল নামের দুই যুবক জানান, রাত সাড়ে ৯টার দিকে মহিউদ্দিন সরকার নাঈমকে গুরুতর আহত অবস্থায় দুজন বিজিবি সদস্য নিয়ে আসেন। এসময় তারা জানান সীমান্তে মারামারিতে আহত হয়েছেন মহিউদ্দিন। তাকে হাসপাতালে নিয়ে চিকিৎসা দিতে বলে তারা চলে যান।

পরে ওই দুই যুবক বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মুজাহিদুল ইসলাম তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এ বিষয়ে বুড়িচং থানার ওসি (তদন্ত) ইন্সপেক্টর মাকসুদ জানান, তিনি ঘটনাস্থলে যাচ্ছেন। তবে মাদক কারবারি গুলি করেছে কি না তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। মৃতদেহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে বলে জানান তিনি।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর