অন্ধ্রপ্রদেশে ফার্মাসিউটিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ড, নিহত ৬

আপডেট: April 14, 2022 |
print news

ভারতের অন্ধ্রপ্রদেশে একটি ফার্মাসিউটিক্যাল ইউনিটে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৬ জনের মৃত্যু হয়েছে। দগ্ধ হয়েছেন আরও ১২ জন।

অন্ধ্রপ্রদেশে গোদাবারি জেলায় বৃহস্পতিবার এ ঘটনা ঘটে।

গ্যাস লিকেজ থেকে আগুন লাগাতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মাঝরাতে রাসায়নিক কারখানার চার নম্বর ইউনিটে ভয়াবহ আগুন লাগে। সেখানে ওষুধ তৈরির কাজ হতো।

রাতে ওই ইউনিটে ১৮ জন শ্রমিক কাজ করছিলেন। সেই সময় আগুন লাগে। দমকল কর্মীদের দুই ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ততক্ষণে ৬ জনের মৃত্যু হয়েছে। বাকিরা গুরুতর জখম হন। দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

হতাহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন অন্ধ্রের মুখ্যমন্ত্রী জগনমোহন রেড্ডি। মৃত শ্রমিকদের পরিবারের পাশে থাকার আশ্বাস দিয়েছেন। মৃত শ্রমিকদের পরিবারকে ২৫ লাখ টাকা এবং গুরুতর দগ্ধ শ্রমিকের প্রত্যেক পরিবারকে ৫ লাখ এবং সামান্য আহতদের পরিবারকে ২ লাখ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।

খবর এনডিটিভি

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর