ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট: April 14, 2022 |
print news

নাটোরের নলডাঙ্গায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত পরিচয় (৪৪) এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৪ এপ্রিল) সকাল সোয়া ৯টার সময় উপজেলার বীরকুৎসা রেলওয়ে স্টেশনের উত্তরে শোলাকুরা ব্রীজের উত্তর পার্শ্বে এ দুর্ঘটনা ঘটে।

তাৎক্ষনিকভাবে নিহতের নাম-পরিচয় সনাক্ত করা যায়নি।

স্থানীয় খাজুরা ইউনিয়ন পরিষদের ২নং ওর্য়াড সদস্য প্রভাষক আমজাদ হোসেন মন্টু জানান, বৃহস্পতিবার সকাল সোয়া ৯ টার দিকে অজ্ঞাত ব্যক্তি রেললাইন দিয়ে পায়ে হেঁটে আত্রাইয়ের দিকে যাচ্ছিলেন। এসময় পার্বতীপুরগামী আন্ত:নগর দ্রুতযান ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

তবে প্রত্যক্ষদর্শীদের কেউ কেউ বলছেন, ওই ব্যক্তিটি ট্রেনের নিচে ঝাপ দিয়েছেন। এতে ধারণা করা হচ্ছে এটা আত্মহত্যাও হতে পারে।

বিষয়টি সান্তাহার জিআরপি থানা পুলিশকে অবহিত করা হয়েছে।

বৈশাখী নিউজ/ জেপা

Share Now

এই বিভাগের আরও খবর